মোড়ে বসে থাকা রিক্সাওলা চাচা'কে জিগ্যেস করলাম যাবেন। উত্তর দিলোনা। তারপর সামনে গিয়ে আবার জিগ্যেস করলাম চাচা যাবেন। খুব ধীরে উত্তর দিলো না' বাবা যেতে পারবোনা।
বিরক্তি নিয়ে বললাম ভাড়া মারবেন না তো বসে আছেন কেনো। তারপর দেখলাম সে মুখ দিয়ে উত্তর বের করতে পারছেনা। জিগ্যেস করলাম কি হয়েছে, তেমন কথা বলতে না পারায় হাতে থাকা শ্বাসকষ্টের মেডিসিনের কোটা টা দেখালো।
চাপ দিয়ে দেখলাম কোটা টা খালি। বললাম আপনার থেকে টাকা নেই? উত্তর না দিতে পারায় পকেটে হাত দিলাম, দেখলাম পকেটে সত্তর টাকা। কি করবো বুঝতে পারছিলাম না। আসেপাশে ফার্মেসী আছে কি'না তাও আমি জানিনা। আমার বয়সি একজন ছেলেকে ডাক দিলাম, সে কানে হেডফোন দিয়ে নিজের মত করে বসে থাকলো। পাশে কিছু স্মার্ট মেয়ে ছিলো তাদের হেল্প নিবো কিনা তাও বুঝতে পারলাম না। রিক্সাওলা চাচা'কে হাত দিয়ে তার রিক্সায় বসালাম । তারপর আমি যখন রিক্সা চালানোর প্রস্তুতি নিলাম। দেখলাম মেয়েগুলো আমার দিকে তাকিয়ে হাসছে। হাসাটাই স্বাভাবিক কারণ ওদের দৃষ্টিতে পায়ে দামী জুতা হাতে দামী ঘড়ি। পরনের পোশাক দেখে হয়তো ভাবছে সখের বসে এমন করছি। কিন্তু বিস্বাস করেন উনাকে নিয়ে রিক্সা ব্যালেন্স করাটা কঠিন ছিলাম।
ডাক্তারের দোকানে গেলাম ডাক্তার দেখে প্রথমে ভাবছিলো হয়তো আমার বাবা। বা পরিচিত কেউ। তারাতাড়ি ওনাকে মেডিসিন দিতে বললাম, মেডিসিনের এক টানেই উনি কিছুটা সুস্থ অনুভব করলো। তারপর জিগ্যেস করলাম সমস্যা কি হয়েছে। তার একটি ছোট মেয়ে আছে যে অষ্টম শ্রেণিতে পড়ে। একটা শ্বাসকষ্টের মেডিসিনের দাম ৭৯০ টাকা। উনি প্রতিদিন ইনকাম করেন ৪-৫ শ টাকা। রিক্সা জমা এবং দেশে পরিবারের জন্য খাবারের টাকা পাঠানোর পরে উনার একটা মেডিসিন কিনতে মাসে অনেক বেলা না খেয়ে থাকতে হয়।সেইসাথে উনি যদি একদিন কাজ না' করার সুযোগ পায়। তার ফ্যামিলির একদিন না খেয়ে থাকতে হবে গ্রামে। তা ছাড়া ৭৯০ টাকার একটা মেডিসিনে উনার ২৪-২৫ দিন যায়। আর এই ৭৯০ টাকা যোগাড় করতে গিয়ে উনার প্রতিদিন একথেকে দুইবেলা না' খেয়ে থাকা থেকেই উনি মুলত দূর্বল হয়ে পড়েন।
আজকে যখন উনাকে আমি দেখলাম বিস্বাস করেন আমার মনে হচ্ছিলো, উনি বোধহয় আর একটু চুপচাপ থাকলে এইভাবেই ওপারে চলে যেতো। পরিশেষে বলবো আমাদের দৈনন্দিন জীবনে আমরা এমন অনেক অসহায় মানুষের দেখা পাই। যারা চিকিৎসা ব্যয় মিটাতে গিয়ে না খেয়ে থেকে আরো রোগ নিজের ভেতর তৈরি করে ফেলে।আমি হয়তো উনার দুই মাসের মেডিসিন সহো, কিছু টাকা দিয়ে সহযোগিতা করার সুযোগ পেয়েছি, আপনাদের কারো যদি কখনোই এই সুযোগ টা আসে প্লিজ হাত ছাড়া করবেন না। মহান আল্লাহ প্রচুর খুশি হবেন।
Saimoun Morshed Riad
🌹🌹
বিরক্তি নিয়ে বললাম ভাড়া মারবেন না তো বসে আছেন কেনো। তারপর দেখলাম সে মুখ দিয়ে উত্তর বের করতে পারছেনা। জিগ্যেস করলাম কি হয়েছে, তেমন কথা বলতে না পারায় হাতে থাকা শ্বাসকষ্টের মেডিসিনের কোটা টা দেখালো।
চাপ দিয়ে দেখলাম কোটা টা খালি। বললাম আপনার থেকে টাকা নেই? উত্তর না দিতে পারায় পকেটে হাত দিলাম, দেখলাম পকেটে সত্তর টাকা। কি করবো বুঝতে পারছিলাম না। আসেপাশে ফার্মেসী আছে কি'না তাও আমি জানিনা। আমার বয়সি একজন ছেলেকে ডাক দিলাম, সে কানে হেডফোন দিয়ে নিজের মত করে বসে থাকলো। পাশে কিছু স্মার্ট মেয়ে ছিলো তাদের হেল্প নিবো কিনা তাও বুঝতে পারলাম না। রিক্সাওলা চাচা'কে হাত দিয়ে তার রিক্সায় বসালাম । তারপর আমি যখন রিক্সা চালানোর প্রস্তুতি নিলাম। দেখলাম মেয়েগুলো আমার দিকে তাকিয়ে হাসছে। হাসাটাই স্বাভাবিক কারণ ওদের দৃষ্টিতে পায়ে দামী জুতা হাতে দামী ঘড়ি। পরনের পোশাক দেখে হয়তো ভাবছে সখের বসে এমন করছি। কিন্তু বিস্বাস করেন উনাকে নিয়ে রিক্সা ব্যালেন্স করাটা কঠিন ছিলাম।
ডাক্তারের দোকানে গেলাম ডাক্তার দেখে প্রথমে ভাবছিলো হয়তো আমার বাবা। বা পরিচিত কেউ। তারাতাড়ি ওনাকে মেডিসিন দিতে বললাম, মেডিসিনের এক টানেই উনি কিছুটা সুস্থ অনুভব করলো। তারপর জিগ্যেস করলাম সমস্যা কি হয়েছে। তার একটি ছোট মেয়ে আছে যে অষ্টম শ্রেণিতে পড়ে। একটা শ্বাসকষ্টের মেডিসিনের দাম ৭৯০ টাকা। উনি প্রতিদিন ইনকাম করেন ৪-৫ শ টাকা। রিক্সা জমা এবং দেশে পরিবারের জন্য খাবারের টাকা পাঠানোর পরে উনার একটা মেডিসিন কিনতে মাসে অনেক বেলা না খেয়ে থাকতে হয়।সেইসাথে উনি যদি একদিন কাজ না' করার সুযোগ পায়। তার ফ্যামিলির একদিন না খেয়ে থাকতে হবে গ্রামে। তা ছাড়া ৭৯০ টাকার একটা মেডিসিনে উনার ২৪-২৫ দিন যায়। আর এই ৭৯০ টাকা যোগাড় করতে গিয়ে উনার প্রতিদিন একথেকে দুইবেলা না' খেয়ে থাকা থেকেই উনি মুলত দূর্বল হয়ে পড়েন।
আজকে যখন উনাকে আমি দেখলাম বিস্বাস করেন আমার মনে হচ্ছিলো, উনি বোধহয় আর একটু চুপচাপ থাকলে এইভাবেই ওপারে চলে যেতো। পরিশেষে বলবো আমাদের দৈনন্দিন জীবনে আমরা এমন অনেক অসহায় মানুষের দেখা পাই। যারা চিকিৎসা ব্যয় মিটাতে গিয়ে না খেয়ে থেকে আরো রোগ নিজের ভেতর তৈরি করে ফেলে।আমি হয়তো উনার দুই মাসের মেডিসিন সহো, কিছু টাকা দিয়ে সহযোগিতা করার সুযোগ পেয়েছি, আপনাদের কারো যদি কখনোই এই সুযোগ টা আসে প্লিজ হাত ছাড়া করবেন না। মহান আল্লাহ প্রচুর খুশি হবেন।
Saimoun Morshed Riad
🌹🌹
Comments
Post a Comment