মসজিদে কাতার পূর্ণ হয় না অথচ ফেইসবুকে কাঠ মোল্লাদের অভাব নাই!

প্রোফাইলে আই লাভ আল্লাহ্ লিখে দিলেই নেক বান্দা হওয়া যায় না।ঐ একই আইডি দিয়ে যখন কারো প্রোফাইলে ঢুকে সেক্সি লিখে দিয়ে আসো তখন ভুলে যাও ইনফোতে কি লিখা ছিল!

আমিন না লিখে যাবেন না পোস্টে তোমার এক সেকেন্ড দেরী হয় না আমিন লিখতে অথচ তোমাকেই দেখি মেয়েদের লাইভে পর্দা নিয়ে গালাগাল দিয়ে লুঙ্গি ভিজিয়ে ফেলতে!

অনেক হিজাবি আপুরাও তাই।মাথার উপর হিজাবের ফুল কপি লাগিয়ে জায়গায় জায়গায় গিয়ে ক্রাশ খায়! অথচ ইনফোতে দেয়া আল্লাহ্ ইজ মাই এভরিথিং....

আমরা এমন কেন? এত টা ভন্ড কেন? নগ্ন শরীরে প্রেমিকের ঠোঁটে চুমু খেয়ে বলি এত আড্ডা বাজি না করে জুম্মাহর নামাজ টা তো অন্তত পড়তে পারো!

এই তো সামনে রোজার মাস,সারা মাস রোযা রেখে চাঁদ রাতে বোতল পার্টির বাজেট নিয়ে চিন্তিত হয়ে যাবে।কেউ কেউ ইনবক্সে কোনো মেয়ে কেন রোযা রাখতে পারে নাই সেই হিসাব কষে কৌশলে তার মাসিক চক্রের হিসাব নিয়ে ইফতারের অপেক্ষা করবো।

ঘুষের টাকায় দান খয়রাত হবে,নায়ক নায়িকারা হজ্জে গিয়ে সেল্ফি তুলবে।মিলাদ মাহফিল হবে কোনো নতুন চলচিত্রের মোহরায়!

পৃথিবীর সবচেয়ে বেশি বিক্রিত জিনিসটি কোনো পণ্য নয় ধর্ম।ধর্ম বেঁচে দরবেশ সেঁজে আছি একেকজন পাঁপী!
Saimoun Morshed Riad

  • 🙏

Comments

Post a Comment

Popular posts from this blog